প্রকাশিত: Thu, May 18, 2023 5:01 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:35 PM
প্রধান শিক্ষক পদ নিয়ে উত্তপ্ত মনিপুর স্কুল, হামলায় আহত ২০ শিক্ষক
শহীদুল ইসলাম: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে নতুন একজনকে নিয়োগ দেওয়ায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। ঢাকা পোস্ট। একই সঙ্গে বুধবার বিকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠে। ডেইলি ক্যাম্পাস
এই হামলার জের হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন। বাংলা নিউজ
সূত্র জানায়, আদালতের রায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক হিসেবে জাকির হোসেন দায়িত্ব পালন করছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি এডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বুধবার তাকে অব্যাহতি দিয়ে আখলাক হোসেন নামে একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। বিষয়টির প্রতিবাদ করলে বুধবার বিকালে বহিরাগতদের দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে প্রায় ২০ জন শিক্ষক আহত হয়। ডেইলি ক্যাম্পাস
শিক্ষকরা বলেন, জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাকে অব্যাহিত দেওয়ার এখতিয়ার একমাত্র ওই প্রতিষ্ঠানটির । এর বাইরে এডহক কমিটির এভাবে কাউকে অব্যাহতি দিতে পারে না। বৃহস্পতিবারের মধ্যে যদি এই অবৈধ চিঠি প্রত্যাহার করা না হয় তবে ক্লাস বর্জন করে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। ডেইলি ক্যাম্পাস
এ ঘটনায় মনিপুর স্কুলের প্রতিষ্ঠাতা ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, তিল তিল করে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার প্রতিষ্ঠানে কোনো জামায়াত-শিবিরের লোক থাকবে না, স্বাধীনতাবিরোধী লোক থাকবে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনকে সরিয়ে আখলাক আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা পোস্ট
মন্ত্রী বলেন, আজ যারা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ক্লাসে না ফিরে বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তারা যদি অবিলম্বে ক্লাসে না ফেরেন তাহলে বার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, মামলা করব। ঢাকা পোস্ট
এর আগে, প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও দুর্নীতির কারণে আদালতের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্কুলটিতে ভারপ্রাপ্ত জাকির হোসেনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি অনিয়ম-দুর্নীতি শূণ্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করেন। শিক্ষকদের সঠিকভাবে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেন। সব মিলিয়ে সুবিধা করতে পারছিলেন না গভর্নিং বডি। বর্তমান গভর্নিং বডির মেয়াদ শেষ হবে আগামী ২৩ মে। কিন্তু এর আগেই ক্ষুব্ধ হয়ে বুধবার জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। বাংলা নিউজ
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকৃতপক্ষে এডহক কমিটির এমন কাজের এখতিয়ার নেই। ডেইলি ক্যাম্পাস
আরও সংবাদ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন
[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন
[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
[১]আদম তমিজী হককে আরারও রিহ্যাব সেন্টারে পাঠালো ডিবি
[১]পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে নাজিরগঞ্জ নৌপুলিশ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন

[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন

[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
